ন্যাভিগেশন মেনু

কোভিড-১৯ ব্যবস্থাপনাকে ‘এ’ থেকে ‘বি’ শ্রেণিতে নামিয়ে আনছে চীন


কোভিড-১৯ ভাইরাসের তীব্রতা হ্রাস, নাগরিকদের ব্যাপক টিকাদান এবং রোগীদের জন্য আগের চেয়ে ভালো চিকিৎসা সুবিধা সৃষ্টির প্রেক্ষাপটে আগামী রোববার থেকে চীন তার কোভিড-১৯ ব্যবস্থাপনাকে ‘এ’ শ্রেণি থেকে ‘বি’ শ্রেণিতে নামিয়ে আনতে যাচ্ছে। 

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকাশিত এক নথিতে এ পরিকল্পনার কথা বলা হয়েছে।

এটিকে চীনের মহামারী নিয়ন্ত্রণ কৌশলে একটি বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। এ পরিবর্তনের অর্থ হলো কোভিড-১৯ ভাইরাসকে এখন থেকে সবচেয়ে বিপজ্জনক ভাইরাসের বদলে দ্বিতীয় সারির বিপজ্জনক ভাইরাস বলে মনে করা হবে।

ওই নথিতে বলা হয়েছে, ভবিষ্যতে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যে কোভিড-১৯ ভাইরাসের মিউটেশন বা রূপান্তর, সংক্রমণক্ষমতা ও তীব্রতা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে চীন। 

এতে আরও বলা হয়, কোভিড-১৯ রোগীদের যোগাযোগ ট্র্যাকিং এবং ঝুঁকিপূর্ণ এলাকার শ্রেণীবিন্যাসও বাতিল করা হবে। - সূত্র: সিএমজি