ন্যাভিগেশন মেনু

পুরান ঢাকায় ফের আগুন, প্লাস্টিক কারখানাসহ পুড়ে গেছে ৫০ ঘর


রাজধানীর পুরান ঢাকার চকবাজারের উর্দু রোডে নোয়াখালী ভবনে আগুন লেগে প্লাস্টিক কারখানাসহ আশেপাশের ৫০টির মতো টিনশেড ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তারা দেখতে পান উর্দু রোডের ট্রান্সমিটার এবং নোয়াখালী ভবন আগুনে জ্বলছে। পরে এ আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, পানির স্বল্পতা এবং সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

স্থানীয়রা জানান, নোয়াখালী ভবনসহ আশপাশে ছোট বড় প্রায় ৫০টির মতো প্লাস্টিক কারখানা পুড়ে গেছে। এর আগেও একাধিকবার আগুন লাগায় নোয়াখালী ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। তারপরও অবৈধভাবে চালানো হচ্ছিল ওইসব কারখানা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ন এবং অনেক পুরাতন। ভবনটির দেয়াল ভেঙ্গে পড়ছে। তারপরও আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়েই কাজ করছে। আমরা এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাইনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এডিবি/