ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে বুধবার সকালে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৪ "বাঁচিয়ে রাখি মানবতা" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদযাপিত হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম জেলা ইউনিটের  চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মোঃ আসলাম খান। 

এসময় উপস্থিত ছিলেন ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য হাসান মুরাদ বিপ্লব,  রাইসুল ইসলাম চৌধুরী  এমিল,  শহীদুল ইসলাম চৌধুরী পিন্টু,  ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহাদাত  হোসেন রুমেল, ইউনিট লেভেল অফিসার, আবদুল মান্নান  প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী, প্রাক্তন যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, সিনিয়র যুব সদস্য আলী হায়দার সায়মন,  হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফউদ্দৌলা সুজন, নাসিং কলেজের  অধ্যক্ষ মর্জিনা আক্তার,  নার্সিং ইনিস্টিউটর ইন্সট্রাক্টর  নিয়তি মহাজন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, জেলা ইউনিটের উচ্চ মান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ ও যুব সেচ্ছাসেবকবৃন্দ।

চট্টগ্রাম জেলা  ইউনিটের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের  বাস্তবায়নে ৮ই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে শান্তি র‍্যালী  আয়োজন করে। এসময় আন্দরকিল্লা, মোমিন রোড ও চেরাগী পাহাড়  এলাকা য় প্রদক্ষিণ করা হয়।  উদযাপনের অংশ হিসেবে  জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়।   এসময় ভর্তিরত ৫০ জন প্রসূতি মা কে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়৷ পরবর্তীতে ফাতেমা বেগম ব্লাড ব্যাংকে সেচ্ছাসেবকদের অংশগ্রহনে  ব্লাড ব্যাংকে রক্তদান কর্মসূচি পরিচালনা  করা হয় ।  এতে  জেলা ইউনিটের  সেক্রেটারী ও কার্যকরী পর্ষদ সদস্যরা সেচ্ছাসেবীদের  নিয়মিত রক্তদানে উৎসাহী করেন। 

এসময় চট্টগ্রাম জেলা ইউনিটের  চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম  সেচ্ছাসেবীদের কার্যক্রমের প্রশংসা  করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করে। সেচ্ছাসেবী দের মানবিক বিশ্ব গঠনে আরো বেশি কাজ করার আহবান জানান। এই দিবসে তিনি মানবতাবাদী মানুষ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।