ন্যাভিগেশন মেনু

চীন-আসিয়ান গণমাধ্যম থিঙ্কট্যাঙ্ক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত


 ‘চীন-আসিয়ান গণমাধ্যম থিঙ্কট্যাঙ্ক ফোরাম,’ ৫ আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: ‘বিশ্বজুড়ে উন্নয়ন: অভিন্ন ভাগ্য, সমন্বিত কর্ম’।

চীনা রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়ের নির্দেশনায়, চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ, চীনা সমাজ ও বিজ্ঞান একাডেমির বৈশ্বিক কৌশল থিঙ্কট্যাঙ্ক, এবং চীন-আসিয়ান কেন্দ্র যৌথভাবে এবারের ফোরাম আয়োজন করে। চীন ও আসিয়ানের ১০টি সদস্যদেশের কর্মকর্তাবৃন্দ, প্রধান গণমাধ্যমগুলোর দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থিঙ্কট্যাঙ্কের প্রতিনিধিবৃন্দ, এবং বিশ্লেষক ও পন্ডিতরা অনলাইন ও অফলাইনে ফোরামে অংশ নেন। 

২০২১ সালের সেপ্টেম্বরে চীন বিশ্বজুড়ে উন্নয়নের প্রস্তাব করার পর আন্তর্জাতিক সমাজের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া ও সমর্থন পেয়েছে। গণমাধ্যম থিঙ্কট্যাঙ্কগুলো বিশ্বজুড়ে উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন এবং যোগাযোগ ও পারস্পরিক আস্থা জোরদার করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। চীন-আসিয়ান কেন্দ্রের মহাসচিব ছেন দ্যে হাই বলেন, চীন ও আসিয়ানের গণমাধ্যমগুলোর কোভিড-১৯ মহামারীর প্রতিরোধ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর মনোযোগ দিতে হবে। দু’পক্ষের সহযোগিতার জন্য সুষ্ঠু জনমত গড়ে তুলতে হবে। 

অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগিতার শান্তিপূর্ণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার উচ্চ মূল্যায়ন করেন। তাঁরা বলেন, চীন ও আসিয়ান পরস্পরের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার। যৌথভাবে শান্তি ও উন্নয়নের প্রতি হুমকি  মোকাবিলা করতে হবে। (সূত্র: সিএমজি)