ন্যাভিগেশন মেনু

ফুলবাড়িয়া মার্কেটে চলছে ৪র্থ দিনের উচ্ছেদ অভিযান


অবৈধ দোকান অপসারণে রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়।

এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিটি করপোরশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, সিটি করপোরশনের মালিকানাধীন এই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে গত মঙ্গলবার থেকে এই মার্কেটে অভিযান চলছে।

এস এ/এডিবি