ন্যাভিগেশন মেনু

ছাত্রলীগ সহ সম্মেলন করা সংগঠনকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ -ওবায়দুল কাদের


আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগ ও আওয়ামী লীগের উপ-কমিটি গুলোতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের আগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক  উপস্থিতি দেখা গেলেও এখন সেভাবে দেখা যায় না, ‘সম্মেলন চলে গেছে, অনেকেরই একটু গা-ছাড়া ভাব। পার্টি অফিসে সন্ধ্যায় গেলে লোকই দেখা যায় না। আগে তো ঢুকতেই পারতাম না।এখন মনে হচ্ছে, প্রার্থী হয়ে তো লাভ নেই, সেজন্য গা-ছাড়া ভাব আছে। গা ঝাড়া দিয়ে উঠুন।’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৭ জানুয়ারি দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

সম্মেলন করা সংগঠনের কমিটি দ্রুত করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘উপ- কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে। কাজেই উপ-কমিটিগুলোতে নতুন করে কমিটি করতে হবে। সেই প্রক্রিয়াটা যার যার বিভাগ থেকে উদ্যাগ নেবেন। এটা আমি বিশেষভাবে অনুরোধ করছি।’

‘আর যারা যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন, তাদের কাছে অনুরোধ করব, সম্মেলন হয়ে গেছে অনেকদিন, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখনো জমা হয়নি। আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা আমাকে জানাবেন, এই কমিটি ঠিক আছে কি না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে কালকে অফিস থেকে ২৯টি কমিটি এসেছে। এখন এগুলো আমার জানতে হবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা কমিটি দেখেছেন কি না। তারা দেখলে আমি নেত্রীর সঙ্গে আলাপ করে অনুমোদন দিতে পারি।’

এ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সহযোগী সংগঠন স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) এখনও কমিটি করার উদ্যোগই নেই। ছাত্রলীগের সম্মেলন হয়ে গেছে অনেক দিন এখনো পূর্ণাগ কমিটি প্রদান করে নাই। মহিলা আওয়ামী লীগ অফিসে যাওয়া যায় না মহিলাদের লাইন। এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। যুব মহিলা লীগেরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।’ তাই যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করতে বলছি।‘

এ সময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।