ন্যাভিগেশন মেনু

জীবননগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত


মহামারি করোনার ভয়াল থাবায় দেশের শিক্ষাসূচি থেকে ঝরে গেছে প্রায় দেড় বছর। এই দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।

খোলার প্রথমদিনে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে সবার চোখেই ছিলো হাসি-আনন্দের ঝিলিক। প্রিয় বন্ধু আর শিক্ষকদের সাথে দেখা করতে পেরে তাদের খুশির যেনো অন্ত নেই।

এদিকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। মাস্ক পরিধান নিশ্চিত করতে চলছে প্রচার-প্রচারণা।

দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর শিক্ষাঙ্গনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির কারণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে দেখা গেছে।

উপজেলার উথলী ইউনিয়নের উথলী ডিগ্রি কলেজ, উথলী মাধ্যমিক বিদ্যালয়, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিংনগর মাধ্যমিক বিদ্যালয়, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসাসহ সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেনে গিয়ে দেখা গেছে, ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসকল শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন জানান, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আজ থেকে ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হচ্ছে এই উথলী ডিগ্রি কলেজ ক্যাম্পাস। সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হাসিমুখে কলেজে আসা শুরু করেছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কলেজের পক্ষথেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সকল শিক্ষার্থীকে মাস্ক পরিধান নিশ্চিত করা হয়েছে।

এসকে/সিবি/