ন্যাভিগেশন মেনু

পাবনা চিনিকল চালুর দাবিতে আখচাষিদের বিক্ষোভ


পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়াতে অবস্থিত চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আখচাষিরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে চিনিকল মিলগেটে ‘পাবনা চিনিকল আখচাষি সমিতি’ ব্যানারে এই বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা।

আরও বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, সহ-সভাপতি ও শ্রমিক নেতা মোহাম্মদ রশিদুল্লা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, কৃষক লীগ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা, পাবনা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, আখচাষি নজরুল ইসলাম প্রমুখ।

সভায় পাবনা চিনিকল চালু করা, পাবনা চিনিকলের আখ অন্য কোনো মিলে সরবরাহ না করা, স্ব স্ব মিলে আখমাড়াই করা, বিগত মাড়াই মৌসুমের আখের টাকা ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা, শুধু ছয়টি নয়, সবকটি মিল চালু রেখে একটি একটি করে আধুনিকায়ন করা, মাথাভারী প্রশাসন কাটছাট করার দাবি জানান তারা।

সমাবেশের আগে পাবনা চিনিকলের শ্রমিক-কর্মচারী এবং আখচাষিরা মিল গেটের সামনে আখ হাতে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা শ্লোগান দেন ‘পাবনা সুগার মিল খুলতে হবে, খুলতে হবে।’

উল্লেখ্য, লোকসান কমিয়ে আনার জন্য ২০২০-২১ মৌসুমে পাবনা চিনিকলে আখমাড়াই কার্যক্রম স্থগিত করা হয়েছে মর্মে পাবনা সুগার মিল ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত একটি চিঠি পাঠায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। সেই থেকে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা মিলটি চালু রাখার দাবিতে আন্দোলন করে আসছে।

পাবনা সুগার মিল সুত্রে জানা যায়, ১৯৯২ সালের ২৭ ডিসেম্বর ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া মৌজার ৬০ একর জমির উপর পাবনা সুগার মিল স্থাপন করা হয়। ১৯৯৭-৯৮ অর্থবছরে আখমাড়াই মৌসুমে মিলটির পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। মিলটি ১৯৯৮-৯৯ অর্থবছরে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে। চালুর পর থেকেই উৎপাদন ঘাটতি ও লোকসান শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত মিলটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

জে এইচ/এস এ/এডিবি