ন্যাভিগেশন মেনু

তিন রঙে চিহ্নিত হবে ডিএসসিসি সড়ক : তাপস


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলো গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ তিনটি রঙে চিহ্নিত করা হবে।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, ‘আগামী সপ্তাহ থেকে শনাক্তকরণের কাজ শুরু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আমরা লাল রং দিয়ে চিহ্নিত করবো। আগামী সপ্তাহ থেকে আমরা এ ধরনের সড়কে কোনও হকার বসতে দেব না। এসব সড়কে হকার উচ্ছেদ অভিযান শুরু হবে। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত সড়ক ও হাঁটার পথ থেকে হকার সরানোর প্রক্রিয়া শুরু হবে। কিছু রাস্তাও তাদের গুরুত্ব অনুযায়ী হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা এ হকার্স মার্কেটেকে দশতলা বিপনি-বিতান করবো যেখানে আমাদের হকারদের পুনর্বাসন করা হবে। এটি একটি দীর্ঘ প্রত্যাশা ছিল। বিভিন্ন কারণে যা বাস্তবায়িত হয়নি। এ মার্কেট ভবনের নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। ‘

খেলার মাঠ ও পার্কে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতা পার করছি। আমরা যদি কোনও সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পাই তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করবো।

উচ্ছেদ অভিযানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মেয়র আরও বলেন, ‘আমরা একটি সুনির্দিষ্ট উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।’ যেমন রাজউকের শিল্পায়নের পর, সড়কটি এখন পর্যন্ত সংস্কার করা হয়নি, কদমাতলী, শ্যামপুর এলাকায় আমরা নিজস্ব অর্থায়নে ১৫৬ কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণ করেছি। যেখানে কোমর-গভীর নোংরা পানি ছিল, সেখানে শ্রমিকদের কাজ করতে অসুবিধা হচ্ছে। আমরা রাস্তাটি সংস্কার করেছি। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যে রাস্তায় হাঁটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করছি।

ডিএসসিসি মেয়র আরও বলেন, আপনারা জানেন প্রতি বুধবার আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করি। এর পরিপ্রেক্ষিতে আমি নিমাতলী এলাকায় রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করেছি এবং পরে পুরাতন বুড়িগঙ্গায় উচ্ছেদ প্রক্রিয়া পরিদর্শন করেছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ।