ন্যাভিগেশন মেনু

পেলেকে ছাড়িয়ে গেলো মেসি


পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়লেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। ক্যারিয়ারের শুরু থেকে কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকার এটি বার্সেলোনার জার্সিতে ৬৪৪তম গোল। যা করে এখন এক নম্বরে অবস্থানে রয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) লা লিগায় রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করে বার্সা। ম্যাচের ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি।

মেসি ইন্সটাগ্রামে মঙ্গলবার (২২ ডিসেম্বর) লিখেন, 'আমি যখন ফুটবল শুরু করি তখন আমি কখনো ভাবিনি আমি কোন রেকর্ড ভাঙবো। বিশেষ করে পেলের রেকর্ডটা, যেটা এখন আমার।'

তিনি এই সাফল্যের জন্য তার সতীর্থ, পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানান।

এর আগে পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ৬৪৩টি গোল হবার পর তাকে সাধুবাদ জানিয়ে লিখেছিলেন, যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মতো অনুভূতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। 

পেলে তার পোস্টে মেসিকে উদ্দেশ্য করে আরও লেখেন, তার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মতো এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আমি মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানাই।

এর আগে কিংবদন্তি পেলে সান্টোসের হয়ে ১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে ১৮ বছরে ৬৪৩টি গোল করে বিশ্বরেকর্ড করেছিলেন। 

ওয়াই এ/এডিবি