ন্যাভিগেশন মেনু

নিয়ম মেনে হাত ধুলে ৫৫ শতাংশ সংক্রমণ নিয়ন্ত্রিত হয়

জরুরি বিভাগে নার্সদের আইপিসি প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা


সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উপর আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, কোনও রোগীকে স্পর্শ করার আগে ও পরে পাঁচটি মুহূর্ত আছে যখন হাত ধুতেই হবে। 

তারা বলেন, নিময় মেনে হাত ধুলে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে যার ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। 

কর্মশালায় প্রশিক্ষকরা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, হাসপাতালে মোট উৎপাদিত বর্জ্যের ৮০ শতাংশ সাধারণ বর্জ্য বাকী ২০ শতাংশ মেডিকেল বর্জ্য। মেডিকেল বর্জ্যের সাথে সাধারণ বর্জ্য মিশিয়ে ফেলার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে, সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

কালার কোড অনুযায়ী ময়লার বিন রাখার পরামর্শ দিয়ে তারা বলেন, নির্দিষ্ট ময়লা ওই বিনে ফেললে বর্জ্য ব্যবস্থপনা সঠিক হবে।

কক্সবাজার সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য “সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা” বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করে হাসপাতালের আইপিসি টিম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন  হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটির ফোকাল পারসন এবং কক্সবাজার মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফ হোসেন,এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাস্টার ট্রেইনার  ডা. আশিকুর রহমান।