ন্যাভিগেশন মেনু

নোবিপ্রবি'র শিক্ষক অর্পিতা রায়ের মৃত্যুতে প্রার্থনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যুতে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে এ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) বিপ্লব মল্লিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি'র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. দিব্যদ্যুতি সরকার, আইআইএস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মজনুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, “অর্পিতা রায়ের মৃত্যুতে আমরা একজন ভালো মনের মানুষ এবং একই সাথে একজন মেধাবী শিক্ষককে হারালাম। বেঁচে থাকলে তিনি দেশ এবং জাতিকে অনেক কিছু দিতে পারতেন। তা থেকে বঞ্চিত হলো দেশ।”

এই মেধাবী শিক্ষকের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করেন উপ-উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - অনুষদগুলোর ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ।

পরে অর্পিতা রায়ের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় রবিবার (১২ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

এসএএফ/এডিবি/