ন্যাভিগেশন মেনু

পঞ্চগড় বিআরটিএ কর্তৃক ভ্রাম্যমান আদালত অভিযানে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়


মো. আব্দুল বাসেত পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরীটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল, পঞ্চগড় কর্তৃক যানবাহনে ভ্রাম্যমান আদালত অভিযানে ৬০টি মামলায় ২ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় হয়েছে।

জানা যায় পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ পঞ্চগড় সার্কেল, পঞ্চগড়ের সমন্বয়ে গত এপ্রিল মাসে জেলার একাধিক স্থানে ফিটনেসবিহীন সাধারণ যানবাহন, যাত্রীবাহী মিনিবাস ও ট্রাক এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে অভিযান পরিচালনার সময় যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স মাস্ক ব্যবহার, মোটরসাইকেল আরোহীদের হেলমেড, ফিটনেস যানবাহনের বৈধ কাগজপত্র সাথে নিয়ে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর উপর গুরুত্ব আরোপ করে ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের সতর্ক করা হয়। এই অভিযানে যেসব অবৈধ যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক এবং গাড়ীর বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে মামলা প্রদান করে জরিমানা করা হয়।

পঞ্চগড় সার্কেল বিআরটিএ অফিস সূত্রে জানা যায় গত ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল/২৪ পর্যন্ত পঞ্চগড় জেলা শহরসহ বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬০টি মামলা প্রদানের মাধ্যমে ২ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযানের আওতায় মোটরসাইকেল, থ্রি হুইলার, অটোবাইক, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস ও মিনিবাসের কাগজপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটি এবং ফিটনেসহীন যানবাহনগুলোকে ধরা হয়। ভ্রাম্যমান মোটরযান অভিযান্ েপঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মো. বদিউজ্জামানের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আঃ রউব ও বাংলাদেশ রোড টান্সপোর্ট অর্থরীটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল, পঞ্চগড় মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ সহ বিআরটিএ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ এপ্রিল পর্যন্ত  প্রায় ৬ লাখ ১৭ হাজার যানবাহন ফিটনেস সনদ নেয়নি। ফিটনেসবিহীন যানবাহন চালানোকে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। বিআরটিএ জানিয়েছে, গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১ হাজার ৬৩০টি দুর্ঘটনায় অনন্ত ১ হাজার ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ৯২০ জন আহত হয়েছেন। ২০২৩ সালের প্রথম তিন মাসে ১ হাজার ১৭টি দুর্ঘটনায় অনন্ত ১ হাজার ৫১ জন নিহত ও ১ হাজার ৪৪০ জন আহত হয়েছেন। সেই হিসাব অনুযায়ী একই সময়ের চলতি বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু যথাক্রমে ৬০ দশমিক ২৮ শতাংশ ও ৪০ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ রোড টান্সপোর্ট অর্থরীটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল, পঞ্চগড় মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ বলেন, অতিসম্প্রতি পঞ্চগড়-বাংলাবান্ধা-তেঁতুলিয়া এবং ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সড়ক দূর্ঘটনার প্রবর্ণতা বেড়েছে। তাই পঞ্চগড় ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচলনার মাধ্যমে উর্ত্তীবয়সী কিশোরদের মোটরবাইক চালানো, ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের অসাবধানতা, ট্রাকের অভার টেকিং, বেপরোয়া গতিবেগে গাড়ী চালানো প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।