ন্যাভিগেশন মেনু

প্রেসিডেন্ট সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের বৈঠক


বৃহস্পতিবার বিকেলে সমরখন্দে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। 

প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চীন ও রাশিয়া পরস্পরকে সমর্থন দেয় এবং বাণিজ্য, শিল্প, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়াতে চায়। দু’দেশের উচিত শাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোতে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং উন্নয়নশীল দেশ ও নবোদিত বাজার রাষ্ট্রের অভিন্ন স্বার্থ রক্ষা করা। 

পুতিন চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করে বলেন, সি চিন পিং-এর নেতৃত্বে চীনের অর্থনীতি ও সমাজ নিশ্চিত উন্নয়নের পথে নতুন অগ্রগতি অর্জন করবে। আরো ন্যায়সঙ্গত ও যৌক্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় চীন ও রাশিয়া একমত। দু’দেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছে। রাশিয়া দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’ মেনে চলে। চীনের কেন্দ্রীয় স্বার্থে অল্প কিছু দেশের উসকানিমূলক আচরণের নিন্দা জানায় তাঁর দেশ। রাশিয়া চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক ও জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করতে, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতিতে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের সহযোগিতা বৃদ্ধি জোরদার করতে চায়।

রাশিয়া ‘এক চীন নীতি’ মেনে চলায় তার প্রশংসা করে সি চিন পিং বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। চীন দৃঢ়ভাবে ‘স্বাধীন-তাইওয়ান’ দাবিদার এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে। অন্য দেশ তাইওয়ান সমস্যায় বিচারক হতে পারে না বলে উল্লেখ করেন সি চিন পিং। (সূত্র: সিএমজি)