ন্যাভিগেশন মেনু

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে ১-০ জয়ী বাংলাদেশ


রাকিব হোসেনের ২৩ মিনিটের দেয়া গোলে বাংলাদেশ গতকাল কমে¦াডিয়াকে ফিফা প্রীতি ম্যাচে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধাণী নম্পেনে অনুষ্ঠিত খেলায় আর্কষণীয় নৈপূন্য দেথাতে না পারলেও জয়ের জন্য কাংখিত গোলটি কওে ফেলে খেলার ২৩ মিনিট গড়াতেই ।

বাংলাদেশের মহিলা ফুটবলারদের ঐতিহাসিক সাফ জয়ের পর পুরুষ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে বলেছিলেন তাদের দায়ীত্ব বেড়ে গেল, এখন তাদেরও জিততে হবে । জামাল ভূঁইয়ারা খেলার পারফরমেন্সে মন ভরাতে না পারলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ খেলবে আগামী ২৬ তারিখ নেপালের কাঠমান্ডুতে ।

খেলার প্রথম থেকেই দু’দলই মরিয়া হয়ে ওঠে মাঠ দখলের লড়াইয়ে, সা¦গতিকরা কিছুটা এগিয়ে থাকলেও খেলা চলছিল প্রায় সমানে সমান।

কিন্তু অতিথী বাংলাদেশ দলের দ্রত প্রতি আক্রমন থেকে ২৩ মিনিটে রাকিব হাসান কাজের কাজটি করে দিলে স্বাগতিকদল অনেক ঘাম ঝরিয়েও গোল পরিশোধ করতে পারেনি । অবশ্য ঊভয় দলই গোলের সূযোগ নস্ট তবে, বাংলাদেশের একটি প্রচেষ্টা ক্রস পিসে লেগে প্রতিহত হয় ।

এর আগে তিনবারের মূখোমূখিতে বাংলাদেশ তিনবার জিতেছে এবং কম্বোডিয়া একটি ম্যাচ ড্রকরতে পেরেছে।

গত জানুয়রিী মাসে বাংলাদেশ দলের দায়ীত্ব নেয়া স্পেনিস কোচ ক্যাবরেরা ৭ ম্যাচ পর প্রথমবার দলের জয় উপভোগ করলেন। এর আগে ক্যবরেরা ৬ ম্যাচ খেলে মাত্র দু’টিতে ড্রয়ের মুখ দেখলেও বাকী চারটি ম্যাচ হেরেছে ।