ন্যাভিগেশন মেনু

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী


বিগত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৩  ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশের বড় বড় যতগুলো সমস্যা যেমন স্থল সীমানা, সমুদ্র সীমা, পানি সমস্যাগুলো আমরা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে অনেকটাই সমাধান করেছি। আমরা বিশ্বে একটা উদাহরণ সৃষ্টি করেছি, যে দুই প্রতিবেশী দেশ যুদ্ধ, সংঘাত না করে বড় বড় সমস্যার সমাধান করতে পারে।’

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পানি সমস্যা, সীমান্তে অনিশ্চয়তাসহ বড় ইস্যুগুলো তুলবে। একইসঙ্গে বিজয়ের মাসকেও বড় করে তুলে ধরা হবে।’

তিনি বলেন, ‘ওই বৈঠকে সমুদ্রসীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একাধিক প্রকল্প উদ্বোধন করা হবে।‘

এমআইআর/ওআ