ন্যাভিগেশন মেনু

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ১৬ লবণবাহী ট্রলার নিখোজ, মাঝিরা উদ্ধার


বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া চট্টগ্রামের আনোয়ারার উপকূলে লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় মাঝি সবাই উদ্ধার। দুর্ঘটনায় সাঙ্গু নদীর ৪টি ট্রলার উদ্ধার হলেও বাকী ট্রলার নিখোজ রয়েছে। 

গত বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে লবণবোঝাই ২০টি ট্রলার আনোয়ারা উপকূলে সাগরে ঝড়ের কবলে পড়ে। এসময় ২০টি ট্রলার ডুবে যায়। এতে সাঙ্গু নদীতে থাকা ৪টি ট্রলার উদ্ধার হয়েছে। প্রতিটি ট্রলারের আনুমানিক মূল্য ৩০-৫০ লক্ষ টাকা বলে দাবি সংশ্লিষ্টরা।
 
বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, কোস্টগার্ড ও নৌ-পুলিশ ইতিমধ্যে বিভিন্ন ট্রলারের ৩৪ জনকে উদ্ধার করেছে। বাকীরা নিজেদের মতো নদীর তীরে আসতে সক্ষম হয়। উদ্ধার অভিযানে কাজ করেছিল কোস্টগার্ড ও নৌ পুলিশের টিম। সাঙ্গু নদীতে থাকা ট্রলারগুলো পাওয়া যায়। 

তিনি বলেন, কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে লবণ নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌ পুলিশ ৩৪ জনকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত ট্রলার মাঝি নিখোজের কোন অভিযোগ আসেনি। 

নৌ- পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার এএফএম নিজাম উদ্দিন বলেন, ‘বঙ্গোপসাগরে ঝড়ে কবলে পড়া লবণ বোঝাই ট্রলারগুলো কক্সবাজারের কুতুবদিয়া, পেকুয়া এলাকা থেকে আসা। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ১৫-১৬টির মতো ট্রলার ডুবে গেছে।