ন্যাভিগেশন মেনু

বাংলাদেশসহ ৫ দেশে ফ্লাইট পরিচালনা করবেনা এমিরেটস


বিমানবন্দরে দ্রুত আরটি পিসিআর পরীক্ষার সুবিধা না থাকায় বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে দুবাইয়ে যাত্রী পরিবহণ করবে না এমিরেটস এয়ারলাইন।

খিলজি টাইমস গত ১ সেপ্টেম্বর জানায়, দুবাই ক্যারিয়ারের ওয়েবসাইটে একটি নতুন ভ্রমণ আপডেট বলেছে - 'বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া থেকে চূড়ান্ত গন্তব্য হিসেবে দুবাই ভ্রমণকারী যাত্রীদের জন্য বর্তমানে বিমানবন্দরে দ্রুত পিসিআর পরীক্ষার সুবিধা না থাকায় ভ্রমণ সম্ভব নয়।'

আবার, এই পাঁচটি দেশের বাসিন্দারা যদি এমিরেটস এয়ারলাইন্সের জারি করা নির্দেশিকা অনুসারে কোভিড-১৯ রিপোর্ট প্রদর্শন সাপেক্ষে দুবাই ভ্রমণ করতে পারবে বলে জানায় খালিজ টাইমস।

এই দেশগুলো থেকে দুবাই ভ্রমণের অন্যতম প্রয়োজনীয়তা হলো ভ্রমণের ছয় ঘণ্টা আগে করা একটি আরটি পিসিআর পরীক্ষা।

স্মার্ট ট্রাভেলসের অপারেশন ম্যানেজার মালিক বেদেকার খালিজ টাইমসকে বলেন, বাংলাদেশ থেকে এমিরেটসে ভ্রমণের চাহিদা অনেক বেশি। একবার এয়ারলাইনগুলো এই নিয়মগুলো স্পষ্ট করে দিলে আমার মনে হয়, বিমানের ভাড়া আবার বাড়াতে হবে।

দুবাই থেকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে টিকিটের চাহিদা বেড়েছে সাম্প্রতিক সময়ে।

এডিবি/