ন্যাভিগেশন মেনু

বান্দরবানে সুইসাইড নোট লিখে আত্মহত্যা


বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে জুরেন ত্রিপুরা (৪০)। তিনি ওই পাড়ার অবি চন্দ্র ত্রিপুরার ছেলে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা (২৩) সকাল ৬টায় ঘুম থেকে উঠে খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয়-স্বজনকে ডাকাডাকি করে পার্শ্ববর্তী ঝিরিতে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। 

পরে খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ কুমার শর্মা নেতৃত্বে একটি দল জুরেন ত্রিপুরার লাশ উদ্ধার করেন।

মৃতের সুইসাইড নোটের লেখা হুবহু তুলে ধরা হলো, ‘আমি জুরেন আছলে আমি কিছু নয়, তোমরা জাজ ভেবেছো তা নয় আমি সত্যি বলে যা’

জুরেনের স্ত্রী বিবিনি ত্রিপুরা বলেন, ‘আমাদের স্বামী-স্ত্রী'র কোনও ঝামেলা হয়নি। শুক্রবার রাত্রে একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম।‘

ছাইঙ্গ্যা ত্রিপুরা নিবাসী ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা বলেন, ‘জুরেন ত্রিপুরা কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত বুধবার মাটিচাপায় মৃত বাজেরুং ত্রিপুরা ও বৃহস্পতিবার প্রদীপ ত্রিপুরাকে কবর দেওয়ার পর থেকে আনমনা হয়ে জুরেন্দ্র ত্রিপুরা আবোল- তাবোল কথা বলতেন।’

বান্দরবান সদর থানার এসআই গোবিন্দ কুমার শর্মা বলেন, ‘মৃতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

এসসি/এমআইআর/এডিবি/