ন্যাভিগেশন মেনু

বাসর ঘরের পরির্বতে বরের ঠাঁই হলো শ্রীঘরে


বিয়ের পর প্রত্যেক বর-কনের একটা স্বপ্ন থাকে বাসরঘর নিয়ে। একে-অপরের কাছে কীভাবে তুলে ধরবেন তাই নিয়ে একটা ভাবনা থাকে। সবাই থাকেন স্বপ্নের জাল বুনতে। 

কিন্তু কপাল মন্দ, দেশের উত্তর-পূর্বের জেলা শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবিয়ের চেষ্টার অভিযোগে এক বরকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন (৩০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধরাবুন্নি গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক। 

শনিবার রাতে ১৩ বছর বয়সী আপন চাচাতো বোনের সঙ্গে বাল্যবিয়ের আয়োজনের সময় এ দণ্ডাদেশ দেওয়া হয়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক মোশারফ হোসেনের গত ছয় মাস আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর তের বছর বয়সী পিতৃহারা আপন চাচাতো বোনকে বিয়ের সিদ্ধান্ত নেয় মোশারফ। পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার এতিম কিশোরী পাত্রীকে ঢাকায় তার মায়ের কাছ থেকে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ণকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের নানার বাড়ি আনা হয়। 

সেখানে রাত ১০টার দিকে কিশোরীর বিয়ের যাবতীয় আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। পরে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, বাল্যবিবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এস এস