ন্যাভিগেশন মেনু

নারী নির্যাতনকে প্রতিহত করতে হবে: আতিক


নারী নির্যাতনকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে বিচারপতি শাহাবুদ্দীন পার্কে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা রোধে ১৬ দিনব্যাপী ‘নারীর মর্যাদা ও সুরক্ষা’ শীর্ষক কর্শসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।

নারীদের উদ্দেশে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পদ্মা সেতুর মতো বড় ব্রিজ করে ফেলেছি। সুতরাং আমরা আপনারও নেতৃত্ব দিতে পারবেন। আপনারা কোন কিছুতে ভয় পাবেন না। আমরা আপনাদের সাথে আছি। নারী নির্যাতনকে প্রতিহত করতে হবে। আপনাদের বলতে হবে, নারী বলে কিছু বলা যাবে না, এটা হতে পারে না। এই দেশে নারী এবং নারী পুরুষের সমান অধিকার আছে। আমরা কমিউনিটি ভিত্তিক সংগটনকে শক্তিশালী করার চেষ্টা করছি।’

তিনি বলেছেন, ‘প্রতিদিন গড়ে ১৪ হাজার লোক ঢাকায় আসছে। এতে করে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক বাস করছে। সময় এসেছে এটা নির্দিষ্ট করে দেওয়ার যে ঢাকা শহরে কত লোক আসতে পারবে। আমি মনে করি যারা গ্রামে থাকেন, গ্রামেই থাকুন। শহরে না এসে গ্রামে থাকুন আপনারা আপনাদের জীবিকা নির্বাহ গ্রাম থেকে করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আর যারা স্থায়ীভাবে বস্তিতে বসবাস করেন তাদের কিভাবে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি সেব্যাপারে কাজ করছে ডিএনসিসি। বস্তিবাসীকে স্থায়ী সমাধান দিতে পারব।’

ওআ/