ন্যাভিগেশন মেনু

ব্রাজিলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৭


ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরেইসের একটি শহরে একটি যাত্রীবাহী বাস ১৫ মিটার উঁচু সেতু থেকে নিচে পড়ে ১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৪ ডিসেম্বর) এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। 

দেশটির দমকল বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

দেশটির পুলিশ ও জরুরি পরিষেবার বরাত দিয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, মিনাস গেরেইসের রাজধানী বেলো হরিজন্ট থেকে ১১৪ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এড়াতে বাসটি ব্রিজের উপর থেকে নিচে রেললাইনে পড়ে যায় বলে জানা গেছে। তবে তদন্ত করে সঠিক কারণ খুঁজে বের করা হবে।

বাসটিতে ৪০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে।

মিনাসের গর্ভনর এক ট্যুইট বার্তায় একে মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এডিবি/