ন্যাভিগেশন মেনু

বিশ্বে একদিনে করোনা সংক্রমণ ৫ লাখের বেশি


করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ প্রতিনিয়তই উঠানামা করছে। গত একদিনে সংক্রমণ কিছুটা কমেলও তা এখনও ৫ লাখের ওপরে অবস্থান করছে।

বৃহস্পতিবার করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছিল ৫ লাখ ২২ হাজার ১২২ জন আর শুক্রবার এই সংখ্যা ৫ লাখ ৩১৮ জন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯ জন ও মৃত্যু হয়েছে ২ হাজার ৪ জন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ি, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৭৪ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ২৬ হাজার ৬৪১ জন।

বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৫০ হাজার ৫৭০ জন এবং শনাক্ত হয়েছেন ২৩ কোটি ১৮ লাখ ৬৭ হাজার ৭৭০ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ২০ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ৫৬৯ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন। এরমধ্যে মারা গেছেন সাত লাখ পাঁচ হাজার ২৯৩ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৩১ লাখ ১৭ হাজার ৪১২ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৭২ জনের। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৪৬ হাজার ৬৯০ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯১ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১৩ লাখ ২৭ হাজার ৬১৬ জন। এরমধ্যে পাঁচ লাখ ৯৩ হাজার ৬৯৮ জন মারা গেছেন। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন দুই কোটি তিন লাখ ২৬ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮০ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।

এস এ/এডিবি/