ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ডের সমালোচনায় মুখ খুললেন শোয়েব আখতার


পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তা শঙ্কায় কিউইদের সফর বাতিলের সিদ্ধান্তে বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড। হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের কারণে তুমুল সমালোচনায় পড়ে যায় নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের সমালোচনায় মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে শোয়েব আকতার লিখেছেন, ‘নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে।‌ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন আচমকা সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটে বড়সড় ধাক্কা দিতে পারে।’

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে তিনি বলেন, ‌‘গত ৪-৫ দিন ধরে ইসলামাবাদে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা সেখানে পূর্ণ নিরাপত্তার মধ্যেই ছিল। কিন্তু হুট করেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিলো, যা মোটেই কাম্য নয়। বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গ এখন পাকিস্তান। এটা আপনাকে মানতে হবে।‌’

তিনি আরও বলেন, ‘‌নিউজিল্যান্ডের উচিত ছিল আমাদের গোয়েন্দা সংস্থার ওপর ভরসা রাখা এবং আমাদের এভাবে বিব্রতকর অবস্থায় না ফেলা।’

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানে পৌঁছে কোয়ারেন্টিন ও অনুশীলন পর্ব শেষে মূল সিরিজে মাঠে নামার সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করে কিউইরা কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তাদের। শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল।

এ বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট গতকাল এক বিবৃতিতে জানায়, ‌‘পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল দলের। সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ ছিল লাহোরে। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।’

এমআইআর/এডিবি/