ন্যাভিগেশন মেনু

বৈরী প্রকৃতি থেকে বাঁচতে কৃষকদের কৌশল


শুক্র ও শনিবারে উত্তর পশ্চিম চীনে অসময়ে তুষারপাতে ঢেকে গেছে প্রকৃতি। যতদূর চোখ যায় কেবল সাদা তুষারের আচ্ছাদন । কৃষিক্ষেত্র, গাছপালা ঢাকা পড়ে গেছে তুষারের আবরণে। শুক্র শনিবারে চীনের উত্তর পশ্চিম অংশে কানসু, ছিংহাই, শাআনসি প্রদেশে তাপমাত্রা নেমে গিয়ে অসময়ে শুরু হয় তুষারপাত।


বৈরী প্রকৃতি থেকে বসন্তকালীন ফসল বাঁচাতে কৃষকরা নানা রকম পদ্ধতি অবলম্বন করছেন। কানসু প্রদেশের লোংগান সিটির কৃষি প্রযুক্তি বিশেষজ্ঞ লিউ চাওতা বলেন, ‘প্রথমত আমরা পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাঠে শুকনো ঘাস পুড়িয়ে বাষ্প তৈরি করেছি। দ্বিতীয়ত, পাতলা প্লাস্টিক দিয়ে মাঠ ঢেকেছি জমে যাওয়ার হাত থেকে ফসল বাঁচাতে। আমরা সারও ব্যবহার করছি জমির পুষ্টি বাড়াতে।


মাঠে শুকনো ঘাস পুড়িয়ে ফসলকে জমে যাওয়ার হাত থেকে বাঁচান কৃষকরা।


কানসু প্রদেশের পাহাড়, অরণ্য প্রকৃতি এবং শহরের পথঘাটও তুষারে ঢেকে গেছে। এরই মধ্যে নগরবাসীকে যেতে হয়েছে কর্মক্ষেত্রে। শহরের ভবন ও সড়ক অসময়ের তুষারে ঢেকে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।


এদিকে ছিংহাই এবং শাআনসি প্রদেশেও অসময়ের তুষারপাতে অনেকটা একই চিত্র দেখা গেছে। শাআনসি প্রদেশের কোন কোন স্থানে ১৫ সেন্টিমিটারের বেশি পুরু তুষারপাত হয়েছে। (সূত্র: সিএমজি)