ন্যাভিগেশন মেনু

ভিশন সেন্টার চালু হলো চাঁদপুরের আলগীবাজারে


সুবিধাবঞ্চিত মানুষের দোড়গোড়ায় উন্নত চক্ষুসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগীবাজারে ভিশন সেন্টার নামে একটি স্থায়ী চক্ষু চিকিৎসাকেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রোববার। 

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল এই ভিশন সেন্টারটি পরিচালনা করবে, যার নেতৃত্বে থাকবে একজন নারী। সৌর বিদ্যুৎচালিত এ ভিশন সেন্টারে নিরবিচ্ছিন্নভাবে এ অঞ্চলের মানুষ শহরে না গিয়ে সহজেই চোখের আধুনিক চিকিৎসা করাতে পারবেন এবং টেলিকন্সাল্টশনের মাধ্যমে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন।

ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইমচরের উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটোয়ারী। হাইমচরের উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল হাসান।

প্রধান অতিথি বলেন, আজ  থেকে হাইমচরের জনগণ এই ভিশন সেন্টারের মাধ্যমে সহজে ও কম খরচে চোখের উন্নত চিকিৎসা নিতে পারবেন, বিশেষ করে যারা চট্টগ্রাম, ঢাকা বা চাঁদপুর শহরে যেতে পারে না, তারা এই কেন্দ্র থেকে একই মানের চিকিৎসা সেবা পাবেন। 

ভিশন সেন্টারটি প্রতিষ্ঠার জন্য তিনি অরবিস ও মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালকে ধন্যবাদ জানান এবং আরও এ ধরনের কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে চাই থোইয়হলা চৌধুরী বলেন, গ্রামাঞ্চলে মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা প্রসারে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষ করে নারী ও শিশুর চোখের চিকিৎসা নিশ্চিত করতে এই স্থায়ী ‘চক্ষু চিকিৎসা কেন্দ্র’ তথা ভিশন সেন্টার গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। 

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ বলেন, অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতালের মাধ্যমে কার্যক্রম শুরু করে। সেই থেকে এদেশের চক্ষু সেবার মান উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

বাংলাদেশ সরকারের ন্যাশনাল আই কেয়ার গৃহীত সারা দেশে ২০০টি ভিশন সেন্টার চালু করার পরিকল্পনার অংশ হিসেবে এই ভিশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক শামীম খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।