ন্যাভিগেশন মেনু

মেয়রের স্বাক্ষর জালের অভিযোগে ২২ কর্মচারী বরখাস্ত


ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের স্বাক্ষর জাল করে ব্যাংকের প্রভিডেন্ট ফান্ড থেকে ১৮ লাখ ২১ হাজার টাকা উত্তোলনের অভিযোগে পৌরসভার ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। পৌর মেয়র তাদের বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন।

টাকা উত্তোলনের এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পৌর মেয়রের নির্দেশে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২৩ নভেম্বর তদন্ত প্রতিবেদন মেয়রের কাছে দাখিল করে।

মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ২২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া জালিয়াতির কারণে ২২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বরখাস্তকৃতরা হলেন, স্যানিটারি ইন্সপেক্টর আবদুস সালাম শিকদার, টিকাদানকারী আমিনুল ইসলাম, সিমা রানী দাস, সুলতানা পারভীন ও রাশিদা খানম, অফিস সহায়ক মোরশেদা খানম, চান মিয়া, জাহাঙ্গীর আলম, রোলারচালক ফিরোজ খান, ইয়াসিন আরাফাত, কসাইখানা পরিদর্শক গিয়াস উদ্দিন, নির্মাণ সহকারী ফোরকান আমিন, কার্য সহকারী নাজমুল হাসান, ট্রাক হেলপার মিলন হাওলাদার ও মর্তুজা আলী,   স্বাস্থ্য সহকারী রিয়াজুল ইসলাম, ট্রাকচালক শাকিব খান, ফটোকপি মেশিন অপারেটর শামসুন্নাহার মারিয়া, বিদ্যুৎ লাইনম্যান সোহেল রানা, পাম্পচালক ইকবাল হোসেন, সোহেল খান এবং বিল ক্লার্ক শাহাব উদ্দিন।

সিবি /এডিবি