ন্যাভিগেশন মেনু

মেয়ের জন্য আকাশের তারা নিয়ে ওয়াং ফিরেছেন


মহাকাশ স্টেশন নির্মাণে  দীর্ঘ ৬ মাসের সফল মিশন শেষে পৃথিবীতে ফিরেছেন তিন চীনা নভোচারী। আর ওয়াং ইয়াফিং হলেন তাদের মধ্যে একজন। নারী নভোচারী হিসেবে তিনি রেকর্ড গড়েছেন। তিনি এক সন্তানের জননী। মা ফিরে এসেছে এমন খবরে তাঁর একমাত্র মেয়ে ভীষণ খুশি।

ওয়াং ইয়াফিং চীনের  শেনচৌ-১৩ মানববাহী মহাকাশ মিশনের থাইকোনট। স্পেস স্টেশন নির্মানের ১৮০ দিনের সফল মিশন শেষে পৃথিবীর বুকে ফিরে এসেছেন ওয়াং। গত শনিবার ওয়াংসহ তিন চীনা নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেন।

এসময় ওয়াং চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে চীনা জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের সমর্থন তাকে অনুপ্রেরণা দিয়েছে বলে জানান তিনি। এসময় ওয়াং আবেগ আপ্লুত হয়ে একমাত্র কন্যার উদ্দেশ্যে বলেন,  আমি তোমার জন্য আকাশের তারাকে সংগ্রহ করে নিয়ে এসেছি।