ন্যাভিগেশন মেনু

ইউক্রেনে বার্ড ফ্লু’র হানা, ছড়িয়ে পড়ছে ইউরোপে


ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এক ধরনের বার্ড ফ্লু'র প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বার্ড ফ্লু, যার প্রকৃত নাম অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা।

সোমবার (৭ ডিসেম্বর) ইউক্রেনের খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্যারিসভিত্তিক বিশ্ব প্রাণী স্বাস্থ্যবিষয়ক সংস্থা (ওআইই) এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সরকারি এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘দেশটিতে যে ভাইরাসটি পাওয়া গেছে তা সেরোটাইপ এইচ ৫। তবে সে সম্পর্কে আর কোনও বিবরণ দেওয়া হয়নি।’

বার্তাসংস্থা রয়টার্স জানান, ‘এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ছে। এর আগেও, বার্ড ফ্লু'র কারণে এশিয়া এবং ইউরোপে লাখে লাখে পাখি মারা গেছে। পোল্ট্রি শিল্পে বড় ধসের কারণও এই বার্ড ফ্লু। এর প্রাদুর্ভাব থেকে পোল্ট্রি শিল্পকে বাঁচাতে আগে থেকেই সতর্ক হতে হবে। ইউরোপজুড়ে বার্ড ফ্লুকে কেন্দ্র করে সতর্কতা জারি করার মতো সময় এসে গেছে।’

বার্ড ফ্লু অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগ হয়। এটি মূলত পাখিদের সংক্রমিত করে। পাখিরা দ্রুত একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে বলে এই রোগও দ্রুত ছড়িয়ে পড়ে।

মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাবনা কম থাকলেও তা একেবারে অসম্ভব নয়। সাধারণত সংক্রমণের এক থেকে তিন দিন পর রোগীর অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে রয়েছে - জ্বর, শরীরে ব্যথা, শরীর ম্যাজম্যাজ করা, ঠাণ্ডা লাগা, হাঁচি, কাশি, মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, বমি ইত্যাদি।

ওয়াই এ/এডিবি