ন্যাভিগেশন মেনু

সিলেটে সিরিজ বোমা হামলায় জঙ্গিনেতা হানিফের আমৃত্যু কারাদণ্ড


সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সিরিজ বোমা হামলার মামলায় জঙ্গিনেতা হানিফকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। মাওলানা আব্দুল আজিজ ওরফে হানিফ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় জঙ্গিনেতা আবদুল আজিজ হানিফকে। তার উপস্থিতিতে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোাষণা করেন।

সরকারি পক্ষে ছিলেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবেব।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলায় একযোগে জঙ্গিরা বোমা হামলা করে। এতে হতাহতের ঘটনা ঘটে। ওই দিন সিলেটের দক্ষিণ সুরমা বাস টার্মিনাল সংলগ্ন মসজিদে টাইমবোমা পুঁতে রাখে বাসে ময়মনসিংহ চলে যান জেএমবি সিলেটের প্রধান আবদুল আজিজ হানিফ। পরবর্তী সোয়া ১১টার দিকে বোমা বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে হানিফকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত মামলার ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে আবদুল আজিজ হানিফকে আমৃত্যু কারাদণ্ড দেন।

এই মামলার দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জগঠন আদালতে দাখিল করা হয় ২০১৪ সালের ২৭ মে।

সিবি/এডিবি