ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা


মৌলভীবাজার জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সূচনা কর্মসূচীর সহযোগীতায় জেলা পুষ্টি সমন্বয় সভার ১২তম সভা ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২১-২০২২ চূড়ান্ত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউজ মিলনাতয়নে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ।

এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্য, সাংবাদিক, সিভিল সোসাইটি প্রতিনিধি, সূচনা কর্মসূচীর প্রতিনিধিবৃন্দ ।

সভার শুরুতে সিভিল সার্জন বলেন ,২০২০-২০২১ অর্থ বছরে বার্ষিক পুষ্টি কর্মপরকিল্পনার ৮৫% কাজ মৌলভীবাজার জেলায় বাস্তবায়ন হয়েছে । এক্ষেত্রে শিক্ষা বিভাগ দীর্ঘদিন কোভিডের কারনে স্কুলবন্ধ থাকায় পুষ্টি সম্পকির্ত অধিকাংশ কাজ বাস্তবায়ণ করতে পারেননি । এছাড়া প্রতিটি দপ্তর (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মৎস ও প্রানীসম্পদ বিভাগ, কৃষিসম্প্রসারন অধিদপ্তর, সাংবাদিক ,ইসলামিফাউন্ডেশন, জেলা তথ্য অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর তাদের গত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।

উপস্থিত কমিটির সবাই সূচনার কারিগরি সহায়তা ও মাঠ পর্যায়ে কার্যক্রম মনিটরিং এ সূচনার অবদান বণর্না করেন এবং ২০২১-২০২২ অর্থ বছরের পুষ্টি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয় সভায়।

পিএম/সিবি/ওআ