ন্যাভিগেশন মেনু

যুক্তরাজ্য ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিধিনিষেধ শিথিলের ঘোষণা


করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন বিধিনিষেধ অনুযায়ি বাংলাদেশসহ আটটি দেশকে লাল তালিকা থেকে হলুদ তালিকায় যুক্ত করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিবিসি জানায়, আগামী ২২ সেপ্টেম্বর (বুধবার) থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে।

বাংলাদেশ ছাড়াও আর যেসব দেশ হলুদ তালিকায় সংযুক্ত হয়েছে সেগুলো হলো - তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া।

এসব দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করা ব্যক্তিদের আর দশ দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ব্যক্তিগত উদ্যোগে নিজের বাসভবনে বা অন্য কোথাও দশ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া তাদের জন্য ব্রিটেনে পৌঁছানোর দ্বিতীয় দিনে এবং অষ্টম দিনে দু'দফা পিসিআর পরীক্ষার বাধ্যবাধকতাও থাকবে।

এতােদিন লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে ব্রিটেনে গেলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে বাধ্যতামূলক দশ দিন হোটেল কোয়ারেন্টিন ও পিসিআর পরীক্ষা বাবদ দুই হাজার ২৮৫ পাউন্ড ব্যয় করতে হতো। বাংলাদেশি টাকায় যা ছিল প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার সমপরিমাণ।

এছাড়া আগামী ৪ অক্টোবর থেকে সবুজ ও হলুদ তালিকাভুক্ত দেশগুলোর জন্য ব্রিটেন ভ্রমণ আরো সহজ হচ্ছে। তখন এসব দেশ থেকে যারা ব্রিটেনে যাবেন, তাদের দুই ডোজ ভ্যাক্সিন নেওয়া থাকলে ব্রিটেনে আসার আগে আর পিসিআর টেস্ট করতে হবে না। এমনকি ব্রিটেনে পৌঁছানোর দুদিন পর যে পিসিআর টেস্ট করার শর্ত রয়েছে, সেটাও প্রয়োজন হবে না। এর পরিবের্তে তাদের জন্য থাকবে দ্রুত ও সস্তায় করোনভাইরাস পরীক্ষা।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তার এই সফরে তিনি ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দকে অনুরোধ করেছিলেন বাংলাদেশকে এই লাল তালিকা থেকে সরিয়ে নিতে।

এডিবি/