ন্যাভিগেশন মেনু

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন


ঠিকাদার জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ায় এই চার্জশিট অনুমোদন করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন।

মায়ের নামেই ২১৭ কোটি টাকার এফডিআর করেন জি কে শামীম। এ সমস্ত টাকা অবৈধ পন্থায় উপার্জন করা।

দুদকের তদন্তে উঠে এসেছে, ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জি কে শামীমের সবমিলে প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ আছে।

আনোয়ার হোসেন বলেছেন, তদন্তে এ সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে না পাওয়ায় কমিশন অভিযোগপত্র অনুমোদিত দিয়েছে, যা শিগগিরই বিচারিক আদালতে পেশ করা হবে।

গোলাম কিবরিরা শামীম, পরিচিত ঠিকাদার জি কে শামীম নামেই।

গতবছর ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর আগ পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরে যার ছিলো দোর্দণ্ড প্রতাপ। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পরই যার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এরপর ২১ অক্টোবর অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে সংস্থাটি।

এক বছরের বেশি সময় তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন অভিযোগপত্রে সুপারিশ করে কমিশনের প্রতিবেদন পেশ করেন। ঠিকাদার জি কে শামীম তার অবৈধ আয়ের বেশিরভাগই রেখেছেন মা আয়েশা আক্তারের নামে।

আয়করসহ বিভিন্ন নথি যাচাই করে দেখা যায়, তার মায়ের নামে রাখা ২১৭ কোটি টাকার এফডিআরের কোনো বৈধ উৎস নেই। এছাড়া তার নিজের নামে থাকা ৮০ কোটি টাকারও কোনো বৈধ উৎস না পাওয়ায় মা এবং সন্তানের নামে মঙ্গলবার অভিযোগের অনুমোদন দেয় কমিশন।

আসামী হিসেবে জি কে শামীমের মায়ের নাম আসার বিষয়ে জানতে চাইলে দুদক সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'পরিবার থেকে দুর্নীতি বন্ধে কাজ করতে হবে।'

সিবি/এডিবি