ন্যাভিগেশন মেনু

রোহিঙ্গা সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব জাপানের


রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব ;দিয়েছে জাপান। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মায়ানমার সফরে গিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্য সে দেশের কর্তৃপক্ষকে আহ্বান জানাবেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করেছেন। এবার তার সফরের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা ইস্যু। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বুধবার মায়ানমারের রাজধানী নেপিদোতে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার আহ্বান জানাবেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে জাপানের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্ক ১০৫ গুণ বৃদ্ধি পেয়েছে। বৈঠকে জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।


এমআইআর / এসএস