ন্যাভিগেশন মেনু

শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল


দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশ’ অ্যাথলেটদের অংশগ্রহনে শহীদ শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার ।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

বালক ও বালিকা বিভাগে ১৪টি এবং কিশোর-কিশোরী বিভাগে ২৭ ইভেন্টে পদকের জন্য লড়বে জুনিয়র অ্যাথলেটরা। ঢাকায় আর্মি স্টেডিয়ামে হ্যান্ড টাইমিংয়ে অনুষ্ঠেয় আসরে স্বর্ণপদক জয়ীদের তিন হাজার, রুপা জয়ীদের দুই হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের এক হাজার টাকা  করে অর্থপুরস্কার দেওয়া হবে।

এছাড়া নতুন রেকর্ডধারীদের প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা। আসর থেকে প্রতিভাবান অ্যথলেটদের দীর্ঘমেয়াদে প্রশিক্ষনের ব্যবস্থা করবে ফেডারেশন।

সংবাদ সম্মেলনে এসময় ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলামের সভপতিত্বে এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।