ন্যাভিগেশন মেনু

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতি ব্যর্থ রোহিঙ্গা বিষয়ে


মায়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোজ বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের নিজের ভূমি রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরিতে অর্থবহ পদক্ষেপ নিতে মায়ানমার এখনও অনিচ্ছুক রয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে জেনেভা থেকে প্রচারিত বার্তায় তিনি এ কথা বলেন। 

অ্যান্ড্রোজ বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগী করতে না পারার পাশাপাশি বাংলাদেশকে রোহিঙ্গাদের জন্য মানবিক মিশন পরিচালনায় পর্যাপ্ত সহায়তা দিতেও ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর ফলে রোহিঙ্গা সংকট বাংলাদেশ সরকার এবং রোহিঙ্গা উভয়ের জন্যই অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্র্রদায়কে অবশ্যই এ বিষয়ে সহায়তা, পদক্ষেপ এবং জবাবদিহি করতে হবে।

টম অ্যান্ড্রোজ সমালোচনা করে বলেন, মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে শুধু ধন্যবাদ এবং রোহিঙ্গাদের ফেরার অধিকার বিষয়ে মুখের কথা আর অবশ্যই বলতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের তাদের প্রয়োজনের সময়ে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশ সরকার অসাধারণ উদারতা এবং মমতার পরিচয় দিয়েছে। কিন্তু রোহিঙ্গা সংকট উদ্ভূত হয়েছে মিয়ানমার থেকে এবং সমাধান করা যাবে শুধু মিয়ানমারেই।

ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের বসবাসের জন্য ভাসানচর নিরাপদ এবং উপযোগী কিনা তা জাতিসংঘের স্বাধীনভাবে মূল্যায়ন করা ছাড়াই সেখানে এক হাজার ৬৪২ শরণার্থীকে স্থানান্তর করার ঘটনাকে উদ্বেগজনক বলেও মত দেন জাতিসংঘের এই বিশেষ দূত।

এস এস