ন্যাভিগেশন মেনু

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৭৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ


জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্ট ফটোভোলটাইক (পিভি) ইনস্টলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে  ময়মনসিংহে অবস্থিত এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি যুক্ত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোভোলটাইক সিস্টেম এমন একটি বিদ্যুৎব্যবস্থা, যা ব্যবহারযোগ্য সৌরবিদ্যুৎ সরবরাহে কাজ করে। সৌর প্যানেল, সোলার ইনভার্টার, মাউন্টিং, ক্যাবলিং এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ সংবলিত এই ফটোভোলটাইক সিস্টেম সবকিছুর মাঝে সামঞ্জস্য বজায় রেখে ওয়ার্কিং সিস্টেম নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আর্দ্র ও উষ্ণ জলবায়ুর দেশ বাংলাদেশে প্রতিবছর আড়াই হাজার ঘণ্টার বেশি সূর্যালোক থাকে। আর এটা বিবেচনায় রেখে এ প্রকল্পের সর্বোচ্চ সক্ষমতায় আইপি৬৬ উচ্চস্তরের সুরক্ষা এবং অ্যান্টি-পিআইডি প্রযুক্তিসহ হুয়াওয়ে এসইউএন ২০০০-১৮৫ কেটিএল স্মার্ট পিভি স্ট্রিং ইনভার্টার ব্যবহার করা হয়েছে।

এই প্রকল্পটি ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ১৭৩কে সোলার প্যানেল এবং ৩৩২ ইনভার্টারের মাধ্যমে  প্রকল্পটি জাতীয় গ্রিডে অবদান রাখবে।

এতে আরও বলা হয়, হুয়াওয়ে বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে। গত ২১ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ও নানা খাতে কাজ করে যাচ্ছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং গুয়োবিং বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে ডিজিটালকরণের দিকে এগিয়ে যাচ্ছে। ৭৩ মেগাওয়াটের এ প্রকল্পে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশের জ্বালানি খাতের ডিজিটালকরণ ও রূপান্তরে অবদান রাখতে চায় হুয়াওয়ে।

এডিবি/