ন্যাভিগেশন মেনু

১০৫ কোটি ছাড়িয়ে গেছে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা


চলতি বছরের জুন মাস নাগাদ চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০৫ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৭৪ দশমিক ৪ শতাংশ।

বুধবার বেইজিংয়ে চীনের ইন্টারনেট নেটওয়ার্ক তথ্যকেন্দ্র (সিএনএনআইসি) প্রকাশিত ৫০তম ‘ইন্টারনেট উন্নয়ন পরিসংখ্যানে’ এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তথ্য অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জুন মাস পর্যন্ত চীনে গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক ৪০ কোটি পরিবারে পৌঁছেছে এবং মোট ১৮ লাখ ৫৪ হাজার ৫জি বেস স্টেশন তৈরি ও চালু হয়েছে। এছাড়া "সব জেলায় ফাইভ-জি পরিসেবা, সব গ্রামে ব্রডব্যান্ডসেবা" পৌঁছে দেওয়ার লক্ষ্য অর্জিত হয়েছে।

তিনটি প্রধান টেলিযোগাযোগ কোম্পানির স্থায়ী ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৫৬ কোটি ৩০ লাখে পৌঁছেছে, যা আগের গোটা বছরের তুলনায় ২ কোটি ৭০ লাখ ৫০ হাজার বেশি।  এদের মধ্যে ১০০ এমবিপিএস অ্যাক্সেস রেটের ওপরে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৫২ কোটি ৭০ লাখ, যা ব্যবহারকারীর মোট সংখ্যার ৯৩ দশমিক ৭ শতাংশ।

পরিসংখ্যান আরও বলছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার বা ১ দশমিক ৪ শতাংশ। এছাড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট অবকাঠামো শক্তিশালী করা হয়েছে। চীনে গ্রামীণ এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

পরিসংখ্যানে দেখা যায়, প্রতি সপ্তাহে গড়ে সাড়ে ২৯ ঘন্টা অনলাইনে কাটাচ্ছেন চীনারা, যা ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ১ ঘন্টা বেশি।

এতে আরও দেখা যায়, ৯৯ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ফোনের সাহায্য নিচ্ছেন। বাকীদের ৩৩ দশমিক ৩ শতাংশ, ৩২ দশমিক ৬ শতাংশ, ২৬ দশমিক ৭ শতাংশ এবং ২৭ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী যথাক্রমে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, টিভি এবং ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করেন। (সূত্র: সিএমজি)