ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ২ জনের মৃত্যু


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগে সেপটিক ট্যাংক বিস্ফোরণে জিসান (৯) ও রাজ্জাক (৩২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রামারবাগ এলাকায় সোলায়মান ও সাইদ মিয়ার বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।

মৃত জিসান রামারবাগ এলাকার মামুনের ছেলে এবং রাজ্জাক একজন পোশাক শ্রমিক।

আহতরা হলেন - একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)। আহতদের শহরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাড়িওয়ালা সাইদের স্ত্রী আঁখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টায় বিকট শব্দে বাড়ির নিচতলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে ট্যাংকের উপরের অংশ এবং রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।

খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ চারজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জিসান ও রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

সিবি/এডিবি