ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় হর্টিকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন


সাতক্ষীরায় হর্টিকালচার সেন্টারের মূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস সংলগ্ন এলাকায় হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যান-তত্ত্ববিদ কৃষিবিদ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং পরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন, পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, বর্তমান কৃষকবান্ধব সরকার কৃষির উন্নয়নে সার্বিক সহযোগীতা দিয়ে আসছে। সাতক্ষীরা জেলায় এ সেন্টার স্থাপনের ফলে এখানকার কৃষকসহ পার্শ্ববর্তী জেলার কৃষকরাও উপকৃত হবে।

প্রায় চার একর জমির উপর ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়ণে এই ভবন নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম, যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ বিনয় কুমার সাহা, গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এমপি রবি একটি বিদেশী কাজুবাদামের চারা রোপন করেন।

এম আর এফ/এস এ/এডিবি