ন্যাভিগেশন মেনু

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হবে’


শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা এবং খেলার মাঠ ও ছাদসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরিচালিত তিনদিনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘‘শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করার কাজ সম্পন্ন হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিএনসিসির পক্ষ থেকে ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ’ নিশ্চিত করা হচ্ছে।’’

তিনি বলেন, ‘সরকারি, বেসরকারি ও আধা-সরকারি মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আজ শেষ দিন। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গণটিকার আওতায় দ্বিতীয় ডোজ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলোতে আগামীকাল ১১ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।’

এমআইআর/এডিবি/