ন্যাভিগেশন মেনু

শিকদার মো. জিননুরাইন

শিকদার মো. জিননুরাইন
Dec 27, 2023

মতামত

নূহ (আঃ) ও সঙ্গীদের মহাপ্লাবন থেকে রক্ষায় আল্লাহর দেওয়া নেয়ামত নৌকাই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক

নূহ (আঃ) ও সঙ্গীদের মহাপ্লাবন থেকে রক্ষায় আল্লাহর দেওয়া নেয়ামত নৌকাই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক

সর্বশক্তিমান মহান আল্লাহ যিনি সর্বজ্ঞানী। তিনি সর্বদা উত্তম ব্যবস্থা গ্রহণ করেন। তিনি হযরত নূহ (আ.)কে দুনিয়ায় পাঠিয়েলেন তাওহীদের দাওয়াত দিতে। হযরত নূহ (আ.) সাড়ে নয় শ’ বছর তাওহীদের দাওয়াত প্রচার করেন এবং আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন, যা পবিত্র কুরআনে এভাবে এসেছে ‘আল্লাতাবুদু ইল্লাল্লাহ ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আলিম’ অর্থাৎ ‘তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করোনা, অন্যথায় আমি আশংকা করছি যে, তোমাদের উপর একদিন বেদনাদায়ক আযাব আসবে।’ হযরত নূহ (আ.) এর দাওয়াত অধিকাংশ মানুষ গ্রহণ করে না; বরং যারা ইমান আনে তাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। অবশেষে নূহ (আ.) তাদেরকে বদ দোয়া করেন ‘হে আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও।’মহান আল্লাহ নূহ (আ.) এর দোয়া কবুল করে তাঁকে জানিয়ে দেন মহাপ্লাবন হবে এবং ঈমানদারদের রক্ষার জন্য নৌকা (কিস্তি) তৈরির জন্য তাকে নির্দেশ দেন।পৃথিবীর মানুষ জানত না নৌকা কীভাবে তৈরি ও ব্যবহার করতে হয়। মহান আল্লাহ নিজে নূহ (আ.)কে নৌকার আকার-আকৃতি ও তৈরির পদ্ধতি শিক্ষা দেন। নূহ (আ.) নৌকা তৈরি করেন। মহান আল্লাহ মহাপ্লাবন দেন। নূহ (আ.) ঈমানদার ব্যক্তিদের নিয়ে নৌকায় চড়ে মহাপ্লাবন থেকে রক্ষা পান আর অভিশপ্তরা পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়।মানব কল্যাণে নৌকার সৃষ্টি পবিত্র কুরআন মাজীদে সুরায় জুখরুফ-এর ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘আল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা অজায়ালা-লাকুম মিনাল ফুলকি ওয়াল আনামী মাতার কাবুন’ অর্থাৎ ‘যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চতুষ্পদজন্তু ও নৌকা যাতে তোমরা আরোহন করতে পারো।’হিযরতে নৌকার ব্যবহার দুশমনদের নির্যাতনে মুসলমানরা দেশ ছেড়ে আবিসিনিয়ায় গমনে মহান আল্লাহ নৌকার মাধ্যমে তাঁদের ঈমান রক্ষা করেছিলেন।হযরত ইউনুস (আ.)-এর তাওহীদের দাওয়াতের ব্যাপারে নৌকার ভূমিকা অপরিসীম। আমাদের ভারত উপমহাদেশে আরব ধর্মযাজকদের আগমন নৌকার মাধ্যমে ঘটেছিল।এসব ঘটনা অনুধাবন ও পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামে নৌকার তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। এই নৌকা মানুষের ব্যবহারের জন্য মহান আল্লাহর দেওয়া নেয়ামত।আমাদের স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মের প্রতি ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। তিনি...