ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গায় করোনায় এক মুক্তিযোদ্ধাসহ ৪ জনের মৃত্যু


চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ৩ জন এবং বুধবার (১৯ আগষ্ট) ১ জন মারা যান। 

তারা হলেন - চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আসলাম উদ্দিন (৭০), পৌর এলাকার কুলচারা গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি (৬৫), কোর্টপাড়ার সামসুল আরেফিনের স্ত্রী নিগার সুলতানা (৪৬) ও শহরের মুক্তিপাড়ার মৃত নিয়াজ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৭০)।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, ‘আসলাম উদ্দিন বুধবার, আব্দুস শুকুর বাঙ্গলি, নিগার সুলতানা ও মাজেদা খাতুন মঙ্গলবার এবং জীবননগর উপজেলার যুবলীগ নেতা দরবেশ দফাদারের সোমবার মৃত্যু হয়।’

এনআই/এমআইআর/ এডিবি