ন্যাভিগেশন মেনু

জাফরুল্লাহ চৌধুরীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি অন্যথায় আইনি ব্যবস্থা: হিন্দু মহাজোট


১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল।লক্ষ্য ছিল  অসাম্প্রদাদিক রাষ্ট্র গঠন, সম্প্রীতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার। আমাদের সংবিধানেও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম মৌলিক নীতি হিসেবে ঘোষনা করা হয়েছিল। 

জাতির পিতাকে হত্যার পর ক্ষমতায় আসে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সে হোক ধর্মীয় কিংবা নৃতাত্ত্বিক; ক্রমাগত হয়রানি, হুমকি ও নির্যাতন ও ধর্মীয় অবমাননার শিকার হয়ে আসছে। 

তারই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট (রবিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি নেতা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী  ত্রেতা যুগের অবতার ও হিন্দুদের আরাধ্য মর্যাদা পুরষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র ও হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ মহাভারত ও রামায়ণ নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। 

বক্তারা বলেন, বিএনপি নেতা জাফরুল্লাহ চৌধুরী  তার বক্তব্যে হিন্দু ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছেন। তিনি ভারতের রাম মন্দির নিয়ে অবজ্ঞামূলক বক্তব্যে বলেছেন এটি একটি কাল্পনিক কাহিনীকে ভিত্তি করে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। 

তিনি আরো বলেছেন হিন্দুরা, চিরকাল নরেন্দ্র মোদির (বর্তমান ভারতের প্রাধান মন্ত্রী) পূর্ব পুরুষরা গরুর মাংশ খেত। এ ধরনের বক্তব্য দিয়ে সমগ্র হিন্দু জাতির অপমান করেছেন। 

আমরা তার এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি ড. সোনালী দাসের নেতৃত্বে এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ডাঃ মৃত্যুঞ্জয় কুমার রায়,  সিনিয়ার সহসভাপতি লায়ন বিমল কৃষ্ণ শীল , বিশ্বম্ভর কুমার নাথ, সহ-সভাপতি সাধন মন্ডল, মিঠু রঞ্জন দেব, সিনিয়র সাধারণ সম্পাদক উত্তম কুমার দাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে, তথ্য ও গবেষনা সম্পাদক অরুণ চন্দ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারক চন্দ্র রায়, অ্যাডভোকেট উদয় বসাক, তাপস কুমার বিশ্বাস, সঞ্জয় ফলিয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিজন সানা, প্রচার সম্পাদক গৌতম হালদার প্রান্ত,  ইসকন ভক্ত নরহরী ও তার অনুসারী, নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট্রের পরিচালক প্রবীণ হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এস এস