ন্যাভিগেশন মেনু

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দায়ে ২১ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ২১ জনকে দুইবছর করে কারাদণ্ড ও প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই জামায়াত-ছাত্রশিবিরের নেতাকর্মী।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ২১ আসামীর মধ্যে ৭ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক দিদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় পুলিশের একটি খাবার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২২ জনের বিরুদ্ধে মামলা করে। পরে ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান। রবিবার বিচারক ২১ জনকে কারাদণ্ড দেন।

পরিদর্শক দিদারুল জানান, রায় ঘোষণার পর সাত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হবে।

এস এ /এডিবি