ন্যাভিগেশন মেনু

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘বুরেভি’


বঙ্গোপসাগেরর দক্ষিণ-পশ্চিম দিক থেকে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি ক্রমে অতিগভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘বুরেভি’-তে পরিণত হচ্ছে। 

দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘বুরেভি’-তে পরিণত হয়ে কেরলের স্থলভাগে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছাবে। তারপর এটি বৃহস্পতিবার দুপুরে কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে।

ইতোমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সতর্কবার্তা জারি করেছেন। তিনি উদ্ধারকাজের জন্য তৈরি থাকতে বলেছেন নৌ বাহিনীকে, তৈরি রাখা হয়েছে হেলিকপ্টার, নৌকা। 

কেন্দ্রের থেকেও উদ্ধার কাজ চালানো ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজের জন্য সাহায্য চাওয়া হয়েছে।

এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি এলাকা দিয়ে ২ ডিসেম্বর সন্ধ্যায় এই ঝড় বয়ে যাবে। এর পর ৩ ডিসেম্বর কোমোরিন এলাকা থেকে এই ঝড় সরে যাবে আরও পশ্চিমে। সেই কারণেই কেরল ও তামিলনাড়ুর আশঙ্কার কারণ রয়েছে।

এডিবি/