ন্যাভিগেশন মেনু

‘এইচএসসি পরীক্ষা পেছাতে পারে’


করোনাভাইরাস আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এপ্রিলের ১ তারিখেই পরীক্ষা দিতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক নিজ নিজ প্রতিষ্ঠানের কাছে আপত্তি জানানোয় পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, নির্ধারণ করা হয়েছে পরীক্ষা সেন্টারও।

এরই মধ্যে করোনাভাইরাস আতঙ্কে শিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় আইনশৃঙ্খলা কমিটির সভাও স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক স্থগিত হয়েছে, তবে পরীক্ষা পেছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।‘

তবে ‘পরিস্থিতি ভালো থাকলেও কমপক্ষে ১৫ দিন পরীক্ষা পিছিয়ে দিতে হবে। পরিস্থিতি খারাপ হলে আরও বেশি সময় নিতে হবে। এই আতঙ্কের মধ্যে শিক্ষার্থীরা মোটেও ভালো প্রস্তুতি নিতে পারবে না’বলে জানিয়েছে বোর্ডের একজন কর্মকর্তা।

ওয়াই এ/এডিবি

আরো পড়ুন: