ন্যাভিগেশন মেনু

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা


দেশে পৌঁছেছে চীনের সিনোফার্ম থেকে কেনা আরও ৫০ লাখ ডোজ কোভিড টিকার চালান। এনিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট দুই কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেলো বাংলাদেশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছেন। রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা এসেছে। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

চীনের সিনোফার্মের সঙ্গে মোট তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্মের টিকা বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ।

এমআইআর/এডিবি/