ন্যাভিগেশন মেনু

সিনহার মৃত্যুর দায় ব্যক্তির, কোন প্রতিষ্ঠানের নয়: সেনাবাহিনী প্রধান


কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহার মৃত্যুর ঘটনায় দায় ব্যক্তির, কোন প্রতিষ্ঠানের নয়, বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (৫ আগস্ট) কক্সবাজারে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাবাহিনী প্রধান।

এসময় তিনি বলেন, 'সিনহা'র মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মর্মাহত। এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চায় সেনাবাহিনী। তদন্ত কমিটির ওপর সেনাবাহিনী ও পুলিশের আস্থা আছে।'

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা। দুই বছর আগে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া সিনহা ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় আরও তিন সঙ্গীকে নিয়ে নীলিমা রিসোর্টে উঠেছিলেন।

ওয়াই এ/এডিবি