চট্টগ্রাম নগরে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাজাখালীতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক রানা দেবনাথ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নগরীর বাকলিয়ার রাজাখালীতে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত ও প্রক্রিয়াকরণ জন্য আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার এবং একই অপরাধে হোসেন ফুডস কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিন সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকপক্ষকে সতর্ক করা হয়।
আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।